বর্জন করেও শোভনের চেয়ে ১৯৩৩ ভোট বেশি নূরের

nurul haque nur
ফাইল ছবি

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নূর

ভোট শুরুর কয়েক ঘণ্টা পরেই ছাত্রলীগ ছাড়া সব প্যানেলের প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জন করেন।

এরপরও সোমবার রাত সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান ঘোষিত ফলাফলে চমক মিলেছে ভিপি পদে।

এই পদে ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক শোভনকে পরাজিত করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক প্রতিদ্বন্দ্বী প্রার্থী শোভনের চেয়ে ১ হাজার ৯৩৩ ভোট বেশি পেয়েছেন।

নূর পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। আরতার নিকটতম প্রতিদ্বন্দ্বী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

নূর ছাড়া তার প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেন ৯ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এর বাইরে জিএস, এজিএসসহ বাকি ২৩ পদেই জয় পেয়েছে ছাত্রলীগ প্যানেল। এর মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী জিএস পদে ১০ হাজার ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর এজিএস পদে সাদ্দাম হোসেন সর্বোচ্চ ১৫ হাজার ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নুরুল হক নূর পরিচিতি পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র।

পটুয়াখালীর এই সন্তান কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে হামলা, মামলা ও কারাবরণের মুখোমুখি হন।