যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোষ্টে থেকে ২০ টি স্বর্ণের বারসহ (২ কেজি ৬০০ গ্রাম) জিকরুল আলম (৪৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার ভোর ৬ টার সময় এ স্বর্ণের বার আটক হয়। আটককৃত স্বর্ণ পাচারকারী নড়াইল জেলার লোহাগাড়া থানার মঙ্গলপুর গ্রামের আলেক মোল্যার ছেলে।
৪৯, বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলস এর একটি পরিবহনে তল্লাশি করে জিকরুল আলম নামে এক ব্যাক্তির শরীরের বিভিন্ন জায়গা থেকে ২০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৬০০শত গ্রাম। যার বাজার মুল্য আনুমানিক ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা।
তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।