কাশ্মীরে তিন সহকর্মীকে হত্যা করল ভারতীয় জওয়ান

তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন ভারতের বৃহত্তম আধা-সামরিক বাহিনী সিআরপিএফের এক জওয়ান। ওই সদস্য পরে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

বুধবার রাতে জম্মু-কাশ্মীরের উধামপুর ক্যাম্পে ওই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য দিয়েছে।

সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) হচ্ছে ভারতের সবচেয়ে বড় আধা-সামরিক বাহিনী বা প্যারামিলিটারি ফোর্স। দেশটির যেকোনো এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বিদ্রোহ দমনে করা পুলিশের অভিযানে সহযোগিতা করে ওই বাহিনী।

নিহত সিআরপিএফ সদস্যরা হলেন রাজস্থানের কারমাল রয়, দিল্লির যোজিন্দ্র শর্মা ও হরিয়ানার উমেদ সিং।

গুলি করা ওই সদস্যের নাম অজিত কুমার। তিনি কানপুরের বাসিন্দা।

সিআরপিএফের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, মতবিরোধের জের ধরে তিন সহকর্মীকে নিজের সার্ভিস রাইফেল দিয়েই গুলি করেন অজিত কুমার। পরে আত্মহত্যার চেষ্টাকালে আহত হন অজিত। একটি সামরিক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে সিনিয়র সিআরপিএফ ও পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

জানা যায়, কনস্টেবল অজিত তাঁর ব্যক্তিগত কিছু সমস্যার কারণে অনেক বিষণ্ণ থাকতেন।

এর আগেও গত ৭ জানুয়ারি শ্রীনগরের পান্থচৌকের একটি ক্যাম্পে দুই সহকর্মীকে হত্যার পর আত্মহত্যা করেছিলেন এক সিআরপিএফ জওয়ান।

২০১৮ সালের সেপ্টেম্বরে গাজিয়াবাদ ক্যাম্পে সহকর্মীকে গুলি করে হত্যা করেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক কর্মী।