যশোরের নাভারণে মার্কেটে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

jessore map

যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের মুরাদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হঠাৎ করেই মুরাদ মার্কেটে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মার্কেটের পাশ দিয়ে যাওয়া যশোর-বেনাপোল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই মার্কেটের বিভিন্ন গোডাইন ও দোকানে থাকা অন্তত ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দু’ঘন্টা পর সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

বেনাপোল ফায়ার স্টেশনের কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। তবে কি ভাবে অগ্নিকান্ডের সুচনা হয় তা তদন্ত করে দেখা হচ্ছে।