চুয়াডাঙ্গা সদর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে আপন ছোট ভাই সুজন আহম্মদকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই আব্দুল কাদের। মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার সাহাপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
হত্যাকান্ডর ঘটনার দেড় ঘন্টার মাথায় হত্যাকারী আব্দুল কাদের চুয়াডাঙ্গা সদর থানায় আত্মসম্পর্ণ করেছে।
নিহত সুজন আহম্মদ ও হত্যাকারী আব্দুল কাদের চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ানের সাহাপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক জানান, আব্দুল কাদের ও সুজন আহম্মদের মধ্যে বিদেশে লোক পাঠানোর টাকা নিয়ে দীর্ঘ দিন উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে আব্দুল কাদের তার আপন ছোট ভাই সুজন আহম্মদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। হত্যাকান্ড ঘটনার দেড় ঘন্টার মাথায় হত্যাকারী বড় ভাই আব্দুল কাদের চুয়াডাঙ্গা সদর থানায় আত্মসম্পর্ণ করেছে।