বনানীর অগ্নিকান্ডে নিহত বৃষ্টির দাফন সম্পন্ন

ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে আগুনে পুড়ে মারা গেছে যশোরের মেয়ে শেখ জারিন তাসমিম বৃষ্টির (২৬)। তার বাড়িতে চলছে শোকের মাতম। যশোর শহরের বেজপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ মোজাহিদুল ইসলাম ও আছিয়া ইসলাম দম্পতির দুই কন্যা সন্তানের ছোট ছিল বৃষ্টি।

অগ্নিকাণ্ডের সময় বনানীর এফআর টাওয়ারের ১২ তলায় ইইউআর সার্ভিস বিডির অফিসে কর্মরত ছিলেন বৃষ্টি। তিনি প্রতিষ্ঠানটির মানব সম্পদ কর্মকর্তা। তিন বছর আগে যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা কাজী সাদ নূরের সঙ্গে বিয়ে হয়। নূর ঢাকার রিজেন্সি হোটেলের সহকারী ব্যবস্থাপক। তারা দু’জন ঢাকার খিলক্ষেতে থাকতেন।

শুক্রবার দুপুরে যশোর শহরের বেজপাড়া মেইন রোডের বাড়িতে লাশ পৌঁছায়। স্বজনদের পাশাপাশি প্রতিবেশীরাও শোকের মাতমে শামিল হয়। এতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড মসিজদে প্রথম জানাজা সম্পন্ন হয়। বাদ আছর বেজপাড়া মসজিদে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়।