ঘূর্ণিঝড়ের সময় গাছেই কন্যা সন্তান প্রসব!

ঘূর্ণিঝড়ের সময় আম গাছে আশ্রয় নেওয়া এক নারী কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আদ্ভুত এ ঘটনা ঘটেছে মোজাম্বিকে। খবর ফক্স নিউজ’র।

সম্প্রতি সাইক্লোন ইদাই আঘাত হানার পর বন্যা থেকে বাঁচতে এক সন্তানসম্ভবা নারী একটি আম গাছে আশ্রয় নিয়েছিলেন। আমেলিয়া নামের ওই নারীর সঙ্গে কেবল তার দুই বছরের ছেলে ছিল। এমন অবস্থায় তার প্রসব বেদনা উঠলে আমেলিয়া ওই আম গাছেই সারা নামে এক কন্যা সন্তানের জন্ম দেন।

ওই ঘটনার দুইদিন পর আমেলিয়ার প্রতিবেশীরা তার দুই সন্তানসহ তাকে উদ্ধার করে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফকে আমেলিয়া বলেন, আমি আমার দুই বছরের ছেলেকে নিয়ে বাসায় ছিলাম। হঠাৎ করেই ঘরের মধ্যে পানি প্রবেশ করতে শুরু করে। তখন আমি উপায়ন্তর না দেখে একটি গাছে উঠে পড়ি, এসময় আমার সঙ্গে শুধু আমার ছেলে ছিল।

আমেলিয়া ও দুই সন্তানসহ তারা এখন নিকটবর্তী ডোম্বে এলাকায় একটি অস্থায়ী কেন্দ্রে অবস্থান করছেন এবং মা ও সদ্য জন্ম নেয়া সন্তান সুস্থ আছে বলে জানা গেছে।