অভয়নগরে চলন্ত ট্রাকের নিচে ফেলে হত্যার ঘটনায় মামলা

jessore map

যশোরের অভয়নগরে চলন্ত ট্রাকের নিচে ফেলে পরিবহন সুপারভাইজার হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহতের আত্মীয় বদি হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় ৪ জনের নাম উল্লেখপূবক ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

আসামীরা হলো- অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা দক্ষিণপাড়ার মৃত সৈয়দ আলী সরদারের ছেলে সবেদ আলী সরদার (৫২), সবেদ আলী সরদারের ছেলে নয়ন সরদার (২৪), নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়ার জাহাঙ্গীর পঞ্চায়েতের ছেলে রুবেল পঞ্চায়েত (২৫) ও একই গ্রামের বৌবাজার এলাকার হাতেম শিকারীর ছেলে বাবু শিকারী (২২)। এছাড়া অজ্ঞাত আরো ৭/৮কে আসামীকরা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউর রহমান বলেন, আসামি আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন ও ফেরিঘাটের সামনে যশোর-খুলনা মহাসড়কে আকাশ মাতবর (৩২) নামের ফেম পরিবহনের সুপারভাইজারকে পিটিয়ে চলন্ত ট্রাকের নিচে ফেলে হত্যা করা হয়। নিহত আকাশ মাদবর শরীয়তপুর জেলার পালং থানার ডোমসার গ্রামের আদু মাদবরের ছেলে। সে ফেম পরিবহনের শরিয়াতপুর টু বেনাপোল বাসের সুপারভাইজর ছিল। এছাড়া সে শরীয়তপুর আন্ত জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য (পরিচয়পত্র নং-৭২৭) ছিল।