ধোনিদের মাঠে হচ্ছে না আইপিএল ফাইনাল?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস। অধিনায়ক হিসেবে দলটিকে আইপিএলের সফলতম অবস্থানে নিয়ে আসার কৃতিত্ব মহেন্দ্র সিং ধোনির। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের নেতৃত্বে গত আসরেও আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই। তাই আইপিএলের রীতি অনুযায়ী এবারের আসরের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আয়োজনের সুবিধা পায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম। সে অনুযায়ী উদ্বোধনী ম্যাচটা আয়োজন করলেও ফাইনাল ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ধোনিদের মাঠ থেকে সরে যেতে পারে এবারের আইপিএলের ফাইনাল।

চেন্নাইয়ের মাঠে গত কয়েকটা ম্যাচেই দেখা গেছে দর্শকখরা। যেখানে আইপিএলের প্রতিটি ম্যাচে মাঠে থাকে উপচেপড়া ভিড়, সেখানে এমন খালি গ্যালারি সবাইকে অবাক করেছে। তবে পুরো মাঠ নয়, চিদাম্বরম স্টেডিয়ামটির ‘আই’, ‘জে’ ও ‘কে’ গ্যালারিতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ফাঁকা দেখাচ্ছে চেন্নাইয়ের মাঠ।

আইপিএলের ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ থাকে শীর্ষে। তবে এবারের ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়া চেন্নাইয়ের মাঠের তিনটি গ্যালারিতে দর্শক প্রবেশে স্টেডিয়াম কর্তৃপক্ষের দেওয়া নিষেধাজ্ঞার কারণে দর্শকসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা প্রবল হয়েছে। এমন পরিস্থিতিতে ফাইনালটা চেন্নাইতে হলে আইপিএলের আয়োজক কমিটির আর্থিক লোকসান গুনতে হবে। এ কারণে ধোনিদের ঘরের মাঠ থেকে ফাইনাল সরিয়ে নেওয়ার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।

তবে সিদ্ধান্তটা এখনো চূড়ান্ত করেনি আইপিএলের গভর্নিং কাউন্সিল। এমএ চিদম্বরম স্টেডিয়াম কর্তৃপক্ষকে মাঠের সমস্যাগুলো সমাধানের জন্য নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দিয়েছে তারা। যদি এই সময়ের মধ্যে সমস্যার সমাধান না হয়, তাহলে ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। গত আসরে সানরাইজার্স হায়দরাবাদ রানার্সআপ হওয়ায় ফাইনালের বিকল্প ভেন্যু হওয়ার দাবিদার তারাই।

ফাইনালের ভেন্যু সরিয়ে নেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রশাসনিক কমিটির চেয়ারম্যান বিনোদ রায় বলেন, ‘চিদাম্বরম স্টেডিয়ামের তিনটি গ্যালারিতে তালা ঝুলছে। এ ব্যাপারে স্টেডিয়াম কর্তৃপক্ষ আমাদের পরিষ্কার কিছু বলছেও না। তারা যদি আমাদের এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা না দেয়, তা হলে সেই মাঠে আমরা ফাইনাল আয়োজন করতে পারব না। পরিবর্তিত ভেন্যু হিসেবে হায়দরাবাদ ও বেঙ্গালুরুর কথা ভাবছি আমরা।’