দিল্লির কাছে হেরে যা বললেন শাহরুখ খান

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে গেলেও প্রতিপক্ষ দলকে অভিনন্দন জানাতে ভোলেননি কলকাতা নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজি মালিক শাহরুখ খান।

বলিউডের এই সুপার স্টার টুইটারে লিখেছেন, ‘শুভমান এবং রাসেল আবারও দারুণ খেলেছে। দল একদিন হারতেই পারে, তবে আজ আমাদের চেষ্টার ঘাটতি ছিল। বিশেষ করে বোলিংয়ে। এটা দুঃখের। তবে এ ম্যাচের একমাত্র ইতিবাচক দিক হলো ইডেনে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলীর জয় হল। অভিনন্দন দিল্লি ক্যাপিটালসকে।’

ভারতীয় ক্রিকেটে কলকাতার সবচেয়ে বড় তারকা সৌরভ গাঙ্গুলী। কিংবদন্তি এই ক্রিকেটার চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শকের ভূমিকা পালন করছেন। সৌরভের ক্যাপিটালসের বিপক্ষে হেরে যায় কলকাতা। এবারের আইপিএলে এনিয়ে টানা দুই ম্যাচে হারল রাসেল-ঝড়ে উড়তে থাকা কলকাতা।

এদিন প্রথমে ব্যাট করে রাসেলের ব্যাটিং ঝড়ে সাত উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে কলকাতা। ২১ বলে ৪৫ রান করেন ক্যারিবীয় অল রাউন্ডার রাসেল। শুভমান গিলও ৩৯ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।

তবে শিখর ধাওয়ানের দুর্দান্ত এক ইনিংসে সাত উইকেটের সহজ জয় তুলে নেয় দিল্লি। ভারতীয় এই ওপেনার ৬৩ বলে অপরাজিত ৯৭* রান করেন।