নুসরাতের নির্মম ঘটনা নিয়ে হচ্ছে সিনেমা

সহপাঠী ও দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে মরা মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির নির্মম ঘটনা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমার নামও তিনি রেখেছেন ‘নুসরাত’।

এমন চিন্তা প্রসঙ্গে প্রবীণ এই পরিচালক বলেন, ‘নারী নির্যাতন ও যৌন হয়রানির বলি হয়ে নির্মমভাবে জীবন দিতে হয়েছে নুসরাতকে। একজন মানুষ এবং পরিচালক হিসেবে এই দায় আমি কিছুতেই এড়াতে পারি না। তাই দায়িত্ববোধ থেকেই সিনেমাটি নির্মাণ করব।’

নির্মাতা আরও জানান, ‘খুব শিগগিরই সিনেমার কাজ শুরু হবে। মুক্তি দেয়ার ইচ্ছা চলতি বছরেই।’ তবে সিনেমায় নুসরাতের চরিত্রে কে অভিনয় করবেন সেটা প্রকাশ করেননি দেলোয়ার জাহান ঝন্টু। সাংবাদিক সম্মেলন করে পর্দার নুসরাতের নাম খুব শিগিগির জানিয়ে দেয়া হবে বলে তিনি জানান।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করায় গত ৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তার শরীরের ৭৫ ভাগ পুড়ে যায়। ঢাকা মেডিকেল হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা নুসরাত গত ১০ এপ্রিল মারা যান।