ঠাকুরগাঁও সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা ধারণা করছেন, ওই যুবক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম সফিকুল ইসলাম সুমন (২২)। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়ার সাফিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা দাবি করেন, সোমবার ভোর ৪টার দিকে সফিকুল, মাসুদসহ কয়েকজন বাংলাদেশি সীমান্তের ৩৫৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে গরু আনার জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের বসতপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে সুমন ঘটনাস্থলেই নিহত হন। তাঁর লাশ সীমান্তে জিরো লাইনের এপারে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে রয়েছে।

এ সময় বিএসএফ হাতে আটক হন মাসুদ রানা (২০) নামের অন্য এক যুবক। তিনিও ডাঙ্গীপাড়ারই বাসিন্দা।

বিজিবির ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন নবী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ব্যটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে সুমনের মরদেহ পড়ে আছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবে। এরপর তাঁরা পরিবারের কাছে হস্তান্তর করবে।