আফ্রিদির ক্যারিয়ার ধ্বংসে গভীর ষড়যন্ত্র করেন মিয়াঁদাদ

সদ্যই বাজারে এসেছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’। এতে তার ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগতজীবনের নানা অজানা তথ্য উঠে এসেছে। সেসব প্রকাশ্যে আসায় নতুন করে বিতর্ক উসকে দিচ্ছে।

বইটি লিখেছেন পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক ও আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু ওজাহাত খান। এর এক অংশে বুমবুমখ্যাত তারকা জানিয়েছেন, পাকিস্তানের সাবেক টেস্ট ক্রিকেটার ও কোচ জাভেদ মিয়াঁদাদ তাকে পছন্দ করতেন না এবং তার ক্যারিয়ার ধ্বংসে নানা ষড়যন্ত্র করেন।

১৯৯৯ সালে ভারত সফরে পাকিস্তান দলে ডাক পান আফ্রিদি। ওই সময় পাক কোচ ছিলেন মিয়াঁদাদ। ৩৯ বছর বয়সী ক্রিকেটার বলেন, মিয়াঁদাদ আমাকে দল থেকে বের করে দিতে ব্যাপক চেষ্টা করেন। এমনকি ভারতের বিপক্ষে টেস্টের আগে দলের অনুশীলনে অংশ নিতে আমাকে অনুমতি দেননি।

পরে অবশ্য জবাবটা ব্যাট হাতেই দেন আফ্রিদি। চেন্নাইয়ে অভিষেক টেস্টে খেলেন ১৪৪ রানের মহাকাব্যিক ইনিংস। তিনি জানান, এর পর পুরস্কার বিতরণী মঞ্চে মিয়াঁদাদ তার সুনাম করতে আমাকে অনুরোধ করেন।

আফ্রিদি বলেন, উনি আমাকে তার সুনাম করতে বলেন। শুধু পুরস্কার বিতরণী মঞ্চেই নয়, সাক্ষাৎকারেও। মিয়াঁদাদ বলেন, সাংবাদিকদের তুমি বলবে; আমি তোমাকে পরিণত হতে সহায়তা করেছি।

পাকিস্তানের তারকা অলরাউন্ডার আরও বলেন, কিংবদন্তি ব্যাটসম্যান মিয়াঁদাদ আমার ব্যাটিং স্টাইল পছন্দ করতেন না। প্রায়ই তা পরিবর্তনে আমাকে জোর করতেন। এ রকম অজস্র বিতর্কিত বিষয় বইটিতে উঠে এসেছে।