চোরের জন্য পাতা ফাঁদে শিশুসহ ৩ নারী নিহত

rangpur map

রংপুরে চুরি ঠেকাতে বাড়ির মালিকের পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ তিনজন নারী নিহত হয়েছেন। শুক্রবার মহানগরীর চারতলা মোড় বনানীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই এলাকার সৈয়দ আলীর দোতলা বাড়ির ভাড়াটিয়া তানিয়া আকতার (২৫) তার শিশুকন্যা তাজনিয়া (৭) ও তানিয়ার মা তাজমহল বেগম (৬০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বাড়িতে বেশ কয়েকবার চুরি হওয়ায় বাড়ির মালিক সৈয়দ আলী বাড়ির ছাদে জিআই তারে ফাঁদ তৈরি করে রাখেন।

শুক্রবার দুপুরে তানিয়া আকতার তার মেয়ে তাজনিয়াকে নিয়ে কাপড় শুকাতে ছাদে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। তাদের চিৎকারে ছুটে গিয়ে তানিয়ার মা তাজমহল বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এ ঘটনায় স্থানীয়রা বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) জমির উদ্দিন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক সৈয়দ আলীকে থানায় নেয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।