ক্ষমা চাইলেন কোহলি-ডি ভিলিয়ার্স

ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়ে সফল হলেও আইপিএলে দলকে সাফল্যের চূড়ায় তুলতে ব্যর্থ বিরাট কোহলি। এবারের আইপিএলেও খালি হাতে বিদায় নিচ্ছে বিরাটের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শনিবার ঘরের মাঠে দ্বাদশ আইপিএলে শেষ ম্যাচ খেলতে নামছে কোহলি অ্যান্ড কোং। শেষ ম্যাচ খেলতে নামার আগে আপ অ্যান্ড ডাউন পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্সের দুই তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স।

শনিবার রাতে চিন্নাস্বামীতে বিরাটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ১৩ ম্যাচে মাত্র চারটি জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেলেও প্লে-অফের আশা এখনও রয়েছে সানরাইজার্সের। তার জন্য অবশ্য শেষ ম্যাচে বিরাটদের হারাতেই হবে কেন উইলিয়ামসনদের। ১৩ ম্যাচে সানরাইজার্সের পয়েন্ট ১২। অর্থাৎ বিরাটদের হারিয়ে ১৪ পয়েন্ট পেলে প্লে-অফের আশা থাকবে গতবারের রানার্স আপদের। সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে প্লে-অফে কোন দল যাবে তার জন্য অপেক্ষা করতে লিগের শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের লড়াই পর্যন্ত।

বিরাট-এবিডিদের কাছে অবশ্য শেষ ম্যাচ সম্মানের লড়াই। জয় দিয়েই মৌসুম শেষ করতে চায় আরসিবি। আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বৃষ্টিতে পাঁচ ওভারের লড়াইও শেষ হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল এক পয়েন্ট করে পেয়েছে। সেই ম্যাচেও সমর্থকরা পাশে থাকায় উচ্ছ্বসিত এবি ডি ভিলিয়ার্স।

তিনি বলেন, ‘শেষ ম্যাচ ছিল পাঁচ ওভারের গেম। রেজাল্ট না হলেও এই ম্যাচ আমার জীবনের অন্যতম স্মরণীয় ম্যাচ।’

দ্বাদশ আইপিএলে শুরুটা মোটেও ভালো হয়নি বিরাটদের। টানা প্রথম ছয় ম্যাচ হারায় শুরুতেই প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্সের। তারপর শেষ সাতটি ম্যাচের মধ্যে চারটি জিতলেও প্লে-অফের সম্ভাবনা শেষ হয়ে যায়। ১৩ ম্যাচে ৯ পয়েন্ট লিগ টেবলে এখন ‘লাস্ট বয়’ বিরাটরা। সানরাইজার্সের বিরুদ্ধে তাই শেষ লড়াই জিতে সমর্থকদের পাশে থাকার প্রতিদান দিতে চান বিরাট-এবি ডি ভিলিয়ার্স।