বাগেরহাটে মাদ্রাসা ছাত্রী লামিয়া আক্তার ফারিয়ার ধর্ষক ও হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানবন্ধন ও আলোচনা সভা করেছে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম, নারীপক্ষ, দূর্বার নেটওয়ার্ক ও মানবধিকার ডিফেন্ডার ফ্রম। মঙ্গলবার সকালে শহরের খারদ্বারস্ত উদয়ন বাংলাদেশের কার্য্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধন শেষে উদয়ন বাংলাদেশের কার্য্যালয়ে জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম সভাপতি সাংবাদিক ইসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভিন, সদও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্ত মো: আজগার আলী, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান, ওয়াদার পরিচালক নিলুফা আক্তার, নারী পক্ষের সাধারন সম্পাদক হালিমা খাতুন,রুপান্তরের শিল্পি আক্তার, স্বদেশের নির্বাহী পরিচালক কল্লোল সরকার, আশার আলো বাংলাদেশের নির্বাহী পরিচালক মো: কামাল হোসেন, গাঙৃচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক করি সৈয়দা তৈফ ুনাহার,সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, এন সি টি এফরে প্রতিনিধি নাজনিন সুলতানা, উদয়ন বাংলাদেশের সমন্বয়কারি শফিকুল ইসলাম মিলন প্রমুখ।