সাকিবের আঘাত খুব বেশি গুরুতর নয়

সাকিব আল হাসানের আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।

মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, সাকিব এখন ঠিক আছে। পাঁজরে সামান্য টান পেয়েছিলো। এরপরও আমার মনে হয় আগামী ২৪ ঘন্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ফিজিওরা আছেন। তারা এ বিষয়ে দক্ষ। আশা করি দ্রুতই সে সেরে উঠবে।

মাশরাফি বিন মোর্ত্তজা আরো বলেন, পুরো দলই তার বোলিংয়ে মুগ্ধ। এমন একটা টুর্নামেন্টের ম্যাচে ৫ উইকেট শিকার করাটা সহজ ব্যাপার না। বাকিরাও ভালো করেছে। এ কারণেই আয়ারল্যন্ডকে ৩০০ নিচে আটকানো গেছে। দল আরও ভালো করতে পারতো। তবে একেবারে খারাপ করেছে এটা বলবো না।

ফাইনালে ক্যারিবিয়ানদের বিপক্ষে ধারাবাহিকতা ধরে রেখে ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী টিম বাংলাদেশ।