এফএসডি ফুড ব্যাংকের উদ্যোগে অসহায় মানুষদের নিয়ে ইফতার মাহফিল করেছে। শনিবার বিকেলে যশোর পৌরপার্কে অনুষ্ঠিত এ ইফতার মাহাফিলে উপস্থিত ছিলেন কেডিক্লিনিকের পরিচালক হুমায়রা আহমেদ হিমু, সহ-পরিচালক আবু বক্কার, এফএসডি ফুড ব্যাংকের সভাপতি হৃদয় আহমেদ, বিধবা ফাউন্ডেশনের সভাপতি ফাবিহা বুশরা, পলাসী কলেজর সভাপতি পিয়াল হাসান, এফএসডিও হিউম্যান রাইটের সভাপতি জিনিয়া মুনমুন, এফএসডির কেন্দ্রীয় সভাপতি দেব বিশ্বাসসহ সমাজের অবহেলিত ও অসহায় শতাধিক ব্যক্তিবর্গ।