আর্জেন্টিনার কোপা আমেরিকার চূড়ান্ত দল

ব্রাজিলের পর এবার কোপা আমেরিকার দল ঘোষণা করলো আর্জেন্টিনা। মঙ্গলবার কোপা আমেরিকার ২৩ সদস্যের দল ঘোষণা করে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলে রয়েছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও অ্যাঞ্জেলো ডি মারিয়া। দল থেকে বাদ পরেছেন গঞ্জালো হিগুয়েন ও মারিও ইকার্দি।

ফুটবলের তীর্থস্থান ব্রাজিলে বসছে কোপা আমেরিকার ৪৬তম আসর। টুর্নামেন্ট শুরু হবে ১৪ই জুন। আর্জেন্টিনার চূড়ান্ত দল নিয়ে কোচ স্কালোনি বলেন, ‘এটাই সেরা দল। টুর্নামেন্ট শুরু ১৪ জুন। গ্রুপ-বি আর্জেন্টিনার সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়ে এবং অতিথি দল কাতার। ২০২২ বিশ্বকাপ আয়োজক ও এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে কাতারকে খেলার আমন্ত্রণ জানায় কোপা সংগঠন। আগামী ১৬ই জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের কোপা আমেরিকার মিশন।

আর্জেন্টিনা চূড়ান্ত দল:
গোলরক্ষক: ফ্রাঙ্ক আরমানি (রিভার প্লেট), আগুস্টিন মার্চেসিন (ক্লাব আমেরিকা), এস্টেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স)

ডিফেন্ডার: হুয়ান ফয়থ (টটেনহ্যাম), নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজেয়া (ফিওরেন্টিনা), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), রামিরো ফানেস মোরি (ভিয়ারিয়াল), রেনজো সারাভিয়া (রেসিং ক্লাব), মার্কোস আকুনা (স্পোটিং লিসবন), মিলটন কাসকো (রিভার প্লেট)

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (জেনিথ), গুইদো রোদ্রিগেজ (ক্লাব আমেরিকা), জিওভানি লো চেলসো (বেটিস), এক্সেকুয়েল পালাসিওস (রিভার প্লেট), রর্বেতো পেরেয়ারা (ওয়াটফোর্ড) রোদ্রিগো ডি পল (উদিনেস), অ্যাঞ্জলো ডি মারিয়া (পিএসজি)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), পাওলো দিবালা (জুভেন্টাস), মাটিয়াস সুয়ারেজ (রিভার প্লেট)।