‘খেলা হয় মাঠে, কাগজে-কলমে নয়’

sakib al hassan

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ পরিষ্কার ফেবারিট দল নয়। আবার বাংলাদেশ শুধু কোটা পূরণ করতে এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে না। বাংলাদেশ সহ-অধিনায়ক সাকিব আল হাসান মনে করছেন, বিশ্বকাপের জয়ের ভালো সুযোগ তাদের। সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজেরও। আবার টপ ফেবারিট হয়েও ইংল্যান্ড-ভারত আসর থেকে আগেভাগে বিদায় নিতে পারে।

ভারতের সাংবাদ মাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) সাকিব বলেন, ‘ইংল্যান্ড এবং ভারত অবশ্যই ফেবারিট দল। কিন্তু ফেবারিট তকমা আপনাকে শিরোপা এনে দেবে না। বিশ্বকাপের মতো আসরে চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। বিশ্বকাপের আগে এসে অস্ট্রেলিয়া ভালো খেলছে। ওয়েস্ট ইন্ডিজ ঠিক সময়ে এসে ভালো দল গড়েছে। আমার মনে হচ্ছে সবদলই লড়াইয়ের জন্য প্রস্তুত। এখন ম্যাচের দিন নিজেদের প্রয়োগের পালা।’

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে সাকিব দারুণ পারফর্ম করেছেন। ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হয়েছেন। এছাড়া আইপিএলে তিনি নিয়মিত খেলতে না পারলেও ফিটনেস নিয়ে কাজ করেছেন। তার মতে, অনেকদিন পরে ক্যারিয়ার শুরুর মতো ফিট তিনি। আইপিএলের ওই সময়টায় বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি নিয়েছেন বলে জানান সাকিব।

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ আছে আমাদের। তবে বিশ্বকাপের এবারের ফরম্যাটের কথা মনে রাখতে হবে। ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। আমরা যদি কাজটা করতে পারি, তবে নকআউট পর্বে ওঠা সম্ভব। সেখান থেকে সামেন যাওয়ার সুযোগ আছে। আমরা ভালো করবো, আত্মবিশ্বাস আছে।’

ধারাবাহিক পারফর্ম করে গেল ক’বছর নাম কুড়িয়েছে বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠা। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলা। গেল চার বছরে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। বাংলাদেশের বিশ্বকাপ দলও অভিজ্ঞ।

সাকিবকে আত্মবিশ্বাস দিচ্ছে ওটাই, ‘আমার মতে, খুব ভালো দল আমাদের। নতুন এবং স্লগ ওভারের বোলিং নিয়ে একটু চিন্তা আছে। তবে আশাবাদী, পুরো আসরে আমরা ভালো করবো। আমাদের দলের সদস্যদের তিন-চারটা করে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। আমরা জানি যে, আমাদের কি করতে হবে। আমাদের কাছে দেশের প্রত্যাশা কি। আমি বিশ্বাস করি, নিজের দিনে যে কেউ যে কাউকে হারাতে পারে।’