যশোর জেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিল থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থ্যতা ও কারামুক্তি কামনা করা হয়।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অমেলন্দু দাস অপু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম তোতন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, যশোর নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, বাঘারপাড়া উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজনীন মুন্নী প্রমুখ।