দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট মানছেন মাশরাফি!

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগামীকাল রোববার ওভালে বসছে ম্যাচটি। এই ম্যাচে নিজেদের ফেভারিট মনে করছেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে নিজেদের সেরাটা খেলবেন বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার ওভালে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো জায়গা থেকেই আমরা ফেভারিট নই। উইকেট বলেন, সব জায়গায় তারা আমাদের চেয়ে এগিয়ে। এটাও সত্য, ম্যাচে আমরা নিজেদের সেরাটাই খেলব। আমাদের প্রস্তুতি বেশ ভালো।’

প্রতিপক্ষকে ফেভারিট মানলেও ম্যাচে জিততে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্যই আমরা জিততে চাইব। আশা করছি সেভাবেই খেলব। দলের খেলোয়াড়রাও প্রস্তুত নিজেদের সেরাটা দিতে।‘

আগামীকাল লন্ডনের ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। ত্রিদেশীয় সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডে পা রেখেছে টাইগাররা। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরেছে ৯৫ রানে।

এদিকে অনুশীলনের বাঁ হাতে ব্যথা পান ওপেনার তামিম ইকবাল। রিপোর্টে তেমন কিছু ধরা না পড়লেও এই ওপেনারকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে আছে কিছুটা শঙ্কা আছে।

এদিকে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে আগের ম্যাচে ছিলেন না প্রোটিয়া পেইসার ডেল স্টেইন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই।

ওয়ানডেতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ২০ ম্যাচে। ১৭ হারের বিপরীতে তিন জয় পেয়েছে বাংলাদেশ।