তামিমের পর সাজঘরে সৌম্য

ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। ওভালে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়াই দিয়ে ২০১৯ বিশ্বকাপ মিশন শুরু করেছে লাল-সবুজের দল। তবে প্রথম ম্যাচে টসভাগ্যটা হাসেনি বাংলাদেশ অধিনায়কের পক্ষে। মুদ্রা নিক্ষেপে জয় পেয়ে প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন।

ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ। অষ্টম ওভারে বিনা উইকেটে ৫৮ রান তুলে ফেলে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। বিপদ আঁচ করে বোলিংয়ে পরিবর্তন আনেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি। পরিবর্তনটা তাৎক্ষণিক কাজে লাগে। নবম ওভারে আন্দিলে ফেলুকওয়ায়োর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ১৬ রান করা তামিম।

তামিমের আউটের কিছুক্ষণ পর আউট হয়ে গেছেন দারুণ খেলতে থাকা সৌম্য সরকারও। নয়টি বাউন্ডারি সহ ৩০ বলে ৪২ রান করে ক্রিস মরিসের বাউন্সারে উইকেটরক্ষক কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ওপেনার। সৌম্যর বিদায়ের পর উইকেটে নেমেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৭৯ রান। ৬ রান নিয়ে সাকিব আল হাসান এবং ৪ রান নিয়ে অপরাজিত আছেন সৌম্য সরকার।

টসে হারলেও সুখবর জানিয়েছেন মাশরাফি। দলের বেশ কয়েকজন ক্রিকেটারের ইনজুরি নিয়ে আশঙ্কা থেকলেও ম্যাচের আগেই পুরো ফিট হয়ে গেছেন সবাই। টাইগার ভক্তদের মুখে হাসি ফুটিয়ে প্রথম ম্যাচের একাদশে আছেন দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। টসের সময় নিজের অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক জমজমাট লড়াই করার প্রত্যাশা ব্যক্ত করেন। শক্তিশালি প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো শুরুর প্রত্যাশা ব্যক্ত করে মাশরাফি বলেন, ‘আমাদের দলের প্রস্তুতি ভালো। উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালোই হবে। নির্ভর করছে আমরা কেমন ব্যাট করি তার ওপর।’

আজকের ম্যাচের বাংলাদেশ একাদশে তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে আছেন বাঁহাতি সৌম্য সরকার। ওয়ানডাউনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিং অর্ডারের পরের জায়গাগুলোতে আছেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ। তবে প্রথম ম্যাচের একাদশে সাব্বির রহমানের বদলে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া ইনজুরির নিয়ে আশঙ্কা থাকলেও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও আজকের ম্যাচের একাদশে জায়গা পেয়েছেন।

বোলিং বিভাগে স্পিনার মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক মাশরাফি এবং মুস্তাফিজুর রহমান আছেন একাদশে। তবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ভালো করলেও পেসার রুবেল হোসেন প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাননি। এদিকে আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশের বিপক্ষে আজ ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করেছে।