বাংলাদেশের পক্ষে বিশ্ব মিডিয়াকে জবাব ইয়ান বিশপের

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে ২১ রানে জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের এমন জয়কে ভিন্ন দেশের কিছু কিছু সংবাদমাধ্যম অঘটন বলে উল্লেখ করেছে।

কিন্তু এটা মানতে নারাজ সাবেক ক্যারিবিয়ান কিংবদন্তী ইয়ান বিশপ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের এই জয় কোনো ভাবেই আপসেট নয়। কেননা বাংলাদেশ গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছে তারা।’

তিনি আরও বলেন, ‘এশিয়া কাপের ফাইনালেও খেলেছে তারা। তারা গতকয়েক বছর ধরে বেশ ভালো পারফর্ম করেছে। আর তাই এই জয়কে কোনোভাবেই আপসেট বলা যাবে না।’

উল্লেখ্য, আগামী ৫ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।