যশোর সদর উপজেলার খাজুরার এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একতা সামাজিক সংঘের আয়োজনে ঈদ পূণর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ঈদের পরদিন বৃহস্পতিবার দিনব্যাপী তিন পর্বের এ অনুষ্ঠানে সকাল ৯টা থেকে শিশুদের বিভিন্ন খেলাধূলা, উপস্থিত বক্তৃতা, মেধা যাচাই এবং বেলা ১১টা থেকে রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ডায়াবেটিস পরীক্ষা নির্নয় অনুষ্ঠিত হয়।
পরে বিকাল ৩টায় সংঘঠনের সভাপতি কৃষিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এনায়েতপুর গ্রামের ১১ জন মুক্তিযোদ্ধা, ৬ জন হাজ্বী, ১ জন কোরআনের হাফেজ, ১০ জন কৃতি শিক্ষার্থী, কয়েকজন শিক্ষক, ১জন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ২জন এমবিবিএস ডাক্তার ও ১জন সচিবকে সংবর্ধনা প্রদান করা হয়।
সাজ্জাদুর রহমান রুবেল ও রাসেল কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের জন প্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব সাজেদুর রহমান সবুজ। বিশেষ অতিথি ছিলেন রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুব্রত কুমার দাস, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সামাদ (এমবিবিএস)।
বক্তব্য রাখেন লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রথম আলো বন্ধু সভার সদস্য আব্দুল মতিন, শিক্ষক জিল্লুর রহমান। এ সময় ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের চ্যানেল পার্টনার বুলবুল আশরাফ, পুলিশ সদস্য ফারুক হোসেন ও সোহরাব হোসেন, প্রধান শিক্ষক ইন্তাজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বিকাল ৪টায় খাজুরার ঐতিহ্যবাহী চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্বতীপুর শান্তি সংঘের আয়োজনে ঈদ পূণর্মিলনী, সংবর্ধনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সংঘঠনের সভাপতি সালাহউদ্দিন লস্কারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ লস্কার।
বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেপজার ব্যবস্থাপক নাসরিন আক্তার, পরিবার উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম ও এক্সিম ব্যাংকের অতিরিক্ত সহকারী পরিচালক তৌহিদুর রহমান।
এ সময় সংঘঠনের সম্পাদক মোস্তাক আহম্মেদ, ন্যাশনাল প্রি-কাডেট স্কুলের প্রধান শিক্ষক জহির উদ্দিন লিটন, দৈনিক স্পন্দনের সাংবাদিক শাহজাহান সাজু, আওয়ামী লীগ নেতা ওহিদুর রহমান, গোলাম ছরোয়ার, ঠিকাদার জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় অবিবাহিত একাদশ ২-১ গোলে বিবাহিত ফটবল একাদশকে পরাজিত করে।