যশোরে কিশোরকে কুপিয়ে হত্যার চেষ্টা

jessore map

যশোরে শামসুর রহমান (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রোববার সকালে সদর উপজেলার বেনেআলী গ্রামে এই ঘটনা ঘটে। আহত কিশোরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের আহতাব উদ্দিনের ছেলে।

আহদ শামসুর রহমান জানায়- গ্রামের সন্ত্রাসী আমির আলী, আল-আমিন, ইকবাল, জিহাদদের কথামত না চলায় তারা তার ওপর ক্ষিপ্ত হয়। রোববার সকালে সে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে গতিরোধ করে এলোপাতাড়িভাবে রড দিয়ে পিটিয়ে জখম করে এবং রামদা দিয়ে তার ডানপায়ে কোপ মারলে পায়ের রগ কেটে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।