ইথিওপিয়ায় সেনাপ্রধানকে গুলি করে হত্যা

ইথিওপিয়ায় সামরিক বাহিনীর প্রধান সিয়ারে মেকননেন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ। বিবিবি, আল-জাজিরা।

বিবিসির খবরে বলা হয়েছে, উত্তরাঞ্চলীয় আমহারা অঞ্চলে অস্থিরতার পর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পরে তার মৃত্যু হয়।

২০১৮ সালের এপ্রিলেহিলিমারীম দেশলেগনের পদত্যাগের পর সাবেক সেনা কর্মকর্তা আবি ক্ষমতায় আসেন। তখন থেকেই দেশটির রাজনৈতিক হালচালে বড় ধরনের পরিবর্তন আসে। আবি সরকার শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে থাকেন। একই সঙ্গে নিষিদ্ধ কিছু ওয়েবসাইট খুলে দেন।

রবিবার সামরিক পোষাক পরিহিত প্রধানমন্ত্রী আবি রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে জানান, আমহারা অঞ্চলের রাজধানী বাহির দারে এক হামলার ঘটনায় বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন। একদল ‘ভাড়াটে সেনা’ সেনাবাহিনীর প্রধান জেনারেল সিয়ারে মেকননেনের ওপর হামলা চালায়।

আমহারার ক্ষমতাসীন দল এ সহিংসতার জন্য সাবেক নিরাপত্তা প্রধানকে দায়ী করেছেন। আবি ক্ষমতায় আসার পর সাবেক এই নিরাপত্তা প্রধান কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন।