ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তাকে জেতাতে রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ শুনে আসছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সামনে পেয়ে এটা নিয়ে কৌতুক করতে ছাড়েননি তিনি।
জাপানের ওসাকায় বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর সম্মেলনের ফাঁকে শুক্রবার পুতিনকে নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হন ট্রাম্প।
সেখানে এ রিপোর্টার ট্রাম্পকে প্রশ্ন করেন, “প্রেসিডেন্ট আপনি কী রাশিয়াকে ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ করতে নিষেধ করেছেন?”
সঙ্গে সঙ্গে ট্রাম্পের জবাব, “অবশ্যই, আমি করবো” তারপরই তিনি পুতিনের দিকে তাকিয়ে হাসি মুখে আঙুল নেড়ে বলেন, “নির্বাচনে হস্তক্ষেপ করবেন না প্রেসিডেন্ট, করবেন না”
জবাবে পুতিন কিছু না বললেও তার মুখে যে তাচ্ছিল্যের হাসি ছিল সেটাই সব কিছু বলে দিয়েছে। গত বছর হেলসিঙ্কিতে সর্বশেষ এই দুই নেতা মুখোমুখি হয়েছিলেন।
শুক্রবার থেকে জাপানে শুরু হয়েছে দুই দিনের জি২০ সম্মেলন। সম্মেলনে যাওয়ার আগে হোয়াইট হাউজে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি পুতিনের সঙ্গে কী নিয়ে আলোচনা করবেন।
ট্রাম্পের জবাব, “আমি তাকে যা বলবো সেটা নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না।”