‘সাম্প্রতিক ঘটনায় প্রমাণ হয় সন্ত্রাস দমনে সরকার ব্যর্থ’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে বরগুনার রিফাত হত্যা, সোনাগাজীর নুসরাত হত্যার মতো এসব ঘটনাই প্রমাণ করে সন্ত্রাস দমনে সরকার ব্যর্থ।

আজ সকালে গুলশান-২ নম্বর সেকশনে হলি আর্টিসান বেকারিতে নিহতদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।

হলি আর্টিসান হামলার পর বর্তমান সরকার অনেক কার্যক্রম চালিয়েছে, সেসব কার্যক্রম সম্পর্কে মূল্যায়ন কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এসময় তিনি বলেন, সরকার হামলার পর কিছুটা হলেও সফল হয়েছে কিন্তু সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়েছে।

এসময় তার সাথে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।