শাহীনকে দেখতে ঢামেকে র‌্যাব মহাপরিচালক

ছিনতাইকারীর হামলায় আহত ভ্যানচালক শাহীনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। বুধবার রাত ১১টার দিকে ঢামেকের আইসিইউতে থাকা শাহীনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। প্রয়োজনে শাহীনের যে কোন ধরণের সহায়তা দিতে র‌্যাব প্রস্তুত বলেও জানান র‌্যাব মহাপরিচালক।

জানা গেছে, কেশবপুর বাজার থেকে কলারোয়ায় আসার কথা বলে যাত্রী সেজে ছিনতাইকারীরা কিশোর শাহিনের সাথে ৩৫০ টাকা ভাড়া চুক্তি করে। পরদিন শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে ভ্যানচালক শাহীনকে নিয়ে তারা সাতক্ষীরা পাটকেলঘাটা থানার ধানদিয়া জামতলা নামকস্থানে নিয়ে আসে। সেখানে তাকে ব্যাপক মারধোর করে এলাপাতাড়িভাবে কুপিয়ে মাথা ফাটিয়ে পাশের পাটক্ষেতে ফেলে রেখে ভ্যানটি নিয়ে তিনজন পালিয়ে যায়।

পরে তারা নাঈমুল ও তার দুই সহযোগী সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা বাজারের বাকের আলীর নিকট ৬ হাজার ২০০ টাকায় চারটি ব্যাটারি বিক্রি করে। পরে সেখান থেকে কলারোয়া উপজেলার মির্জাপুর বাজারে গিয়ে মিস্ত্রি আরশাদ পাড় ওরফে নুনুর কাছে ৭ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করে দেয়। এ ঘটনায় কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট গ্রামের শাহীনের পিতা হায়দার আলী বাদী হয়ে সাতক্ষীরা পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করেন।