কালীগঞ্জে দু’ভাইকে কুপিয়ে জখম

Jhenaidah map

ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের দু’ভাই জখম হয়েছেন। তারা হলো, কালীগঞ্জের দাঁতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মফিজুর রহমান (৪০) ও রফিকুল ইসলাম (৩৫)।

আহত মফিজুর রহমান জানিয়েছেন, বাড়ির পাশে ২৪ শতক জমি নিয়ে তাদের প্রতিবেশি সৈকত খাঁ নামে এক ব্যক্তির সাথে তাদের বিরোধ চলে আসছিলো। বৃস্পতিবার সকাল আট টায় সৈকত খাঁর নেতৃত্বে সবুজ, বিপুল, টিটোসহ সাত-আট জন তাদের বাড়িতে হামলা করে তাকে কুপিয়ে জখম করে। পরে তার ছোট ভাই রফিকুল ইসলাম বাধাদিতে এলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মফিজুরের অবস্থা আশংকাজনক হলে সকাল সাড়ে ১০ টায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়।