শিক্ষা মনোন্নয়নে ঝিকরগাছায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মনোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা ও মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী। বাংলাদেশ পরিসংখ্যান ও শিক্ষা তথ্য বিভাগের (ব্যানবেইস) অফিসার মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, সহকারী শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহানুর কবীর, বেজিয়াতলা দাখিল মাদ্রাসার সুপার দ্বীন ইসলাম, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ।

এসময় গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ জয়ন্ত পোদ্দার, সরকারী এম.এল.মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীসহ উপজেলার ৫২টি হাইস্কুল, ৩২টি মাদ্রাসা ও ৯টি কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে উপস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আহবান জানান অনুষ্ঠানের সভাপতি ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার ও প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।