যশোরের ঝিকরগাছা পূজা উদযাপন পরিষদের দ্বি-বাষিক কমিটি গঠিত হয়েছে। আজ শুক্রবার গদখালী কালি মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত দ্বি-বাষিক সম্মেলন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
নির্বাচনে সভাপতি পদে দুলাল অধিকারী ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক নিরাপদ কুন্ড পেয়েছে ২৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে প্রয়াত তাপস দাসের পুত্র তড়িৎ দাস ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৪নং ওয়ার্ড কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ পেয়েছে ৪৬ ভোট ও অলোক দত্ত পেয়েছে ৩ ভোট। মোট ১শত ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২ টি ভোট বাতিল করা হয়েছে। নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক দ্রুত সময়ের মধ্যে পূর্ণাজ্ঞ কমিটি গঠন করবেন বলে জানাগেছে।
সকালে মন্দির প্রাজ্ঞনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলার শাখার সভাপতি অশোক দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস, অর্থ সম্পাদক মৃণাল কান্তি দাস, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবাশীর্ষ মিশ্র জয়, জেলা যুবলীগের সহ-সভাপতি আজেহার আলী।
প্রথম অধিবেশন শেষে সকলের মতামতের ভিত্তিতে ঝিকরগাছা পূজা উদযাপন পরিষদ এর দ্বি-বার্ষিকী কাউন্সিল অধিবেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুন্ড।