যশোর সদরের ঝাউদিয়া গ্রামের ১৬ টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। মোস্তফা ও তার সন্ত্রাসী বাহিনী বাঁশের বেড়া দিয়ে পার্টিশন দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বর্তমানে ওই গ্রামের ১৬ টি পরিবার অবরুদ্দ হয়ে পড়েছে। এব্যাপারে কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে।
ছোট ঝাউদিয়া গ্রামের মৃত বোবারক বিশ্বাসের ছেলে আমিনুর ইসলাম অভিযোগে বলেছেন, একই গ্রামের মৃত মহসিনের ছেলে মোস্তফা ও আমরা একই বংশের লোক। বহু বছর ধরে আমরা পাশাপাশি বসবাস করে আসছি। একই দাগের জমিতে মোস্তফা গং ও আমরা বাড়ি করেছি। মোস্তফা গং জমির সামনের অংশে আমরা পিছনের অংশে বাড়ি করে বসবাস করছি। মোস্তফা গং ও আমরা ছাড়াও এখানে আরো ১৬ টি পরিবার বসবাস করে। সবারাই চলাচলের জন্য একটি মাত্র রাস্তা। চলাচলের জন্য এই রাস্তাটি আমরা দীর্ঘ দিন ধরে ব্যবহার করে আসছি। কিন্তু কোন কিছু না বলেই হঠাৎ করেই মোস্তফা গং আমাদের সবার চলাচলের রাস্তাটি শুক্রবার বাসের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে বাড়ি থেকে বের হতে না পেরে ছোট ঝাউদিয়ায় বসবাসরত ১৬ পরিবার প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তা বন্ধের বিষয়ে প্রতিবাদ করলে মোস্তফা ও তার সন্ত্রাসী বাহিনী দেশি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরকে হুমকি দেয়। যে কারণে কোন উপায়ন্ত না পেয়ে বিষয়টি সমাধানের জন্য কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করি।