যশোরের চৌগাছায় দুর্ঘটনায় প্রতিবন্ধির মৃত্যু

jessore map

যশোরে দুর্ঘটনায় জাফর আলী (৪৫) নামে এক শারীরিক প্রতিবন্ধির মৃত্যু হয়েছে। তিনি চৌগাছা উপজেলার হাউলি পশ্চিমপাড়ার মৃত শহর আলীর ছেলে।

মৃতর স্বজন সূত্র জানিয়েছে, একটি সড়ক দুর্ঘটনায় জাফর আলীর দু’পা কাটা পড়ে। এরপর থেকে তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন। শনিবার সকাল আট টায় তিনি বাড়ির সামনে হুইল চেয়ার থেকে পড়ে মাথায় আঘাত পায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থায় অবনতি হলে সকাল সাড়ে ৯ টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।