ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৪ জন বাংলাদেশি যুবক বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল বেনাপোল চেকপোস্ট দিয়ে। রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশীরা হলেন সেলিম (২৫), লিটন হোসেন (৩২), মমিনুর রহমান (৩৫), রবিউল ইসলাম (৩৫), ইব্রাহিম হোসেন (২৫), ফজলুল করিম (৩৫), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার হোসেন (২৯), মোঃ রশিদ (৩৮), রনি মিয়া (২৮), বাসার মিয়া (৩৭), শরিফুল ইসলাম (২৫), সবুজ মিয়া (৩৭) ও আব্দুল রশিদ (৩৮)। এদের বাড়ি ফরিদপুর, সাতক্ষীরা, মাগুরা, মাদারিপুর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল বাশার বলেন, ভালো কাজের আসায় এরা বিভিন্ন সীমান্ত পথে ২ বছর আগে দালালদের মাধ্যমে ভারতে পাড়ি জমায়। এরা সেদেশের পুলিশের কাছে আটক হওয়ার পর আদালতের মাধ্যমে তামিলনাড়ু প্রদেশের একটি সেন্ট্রাল কারাগারে দুই থেকে আড়াই বছরন কারাভোগ করেন। এর পর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে এরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এ এস আই স্মরোজিৎ বিষয়টি নিশ্চিত করে বলেছেন বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে এদের একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও প্রতিষ্ঠানের কোয়ার্ডিনেটর তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসাদের তাদের পরিবারের সাথে যোগাযোগ করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।