স্কলারসটেক, বর্ণ আইটি ও জেএসআর আইটির বর্ষপূতিতে নানা আয়োজন

শেখ হাসিনা সফঠওয়্যার টেকনোলজি পার্কে স্কলারসটেক, বর্ণ আইটি ও জেএসআর আইটির বর্ষপূতি উপলক্ষে নানা আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, সনদপত্র ও ক্রেস বিতরণ।

শেখ হাসিনা সফঠওয়্যার টেকনোলজি পার্কের লেভেল আট-এ স্কলারসটেক, বর্ণ আইটি ও জেএসআর আইটির কার্যালয়ে বেলা ১১টায় আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জমান পিকুল।
এ সময় তিনি বলেন, খুব বেশি দিন আগের কথা নয়, গ্রামে চিঠি লেখার মানুষ পাওয়া যেত না। পাওয়া যেত না বিএ পাস ছেলে। কয়েক বছরেই তা পরিবর্তন হয়ে এখন পাল তুলেছে উন্নয়নের কাতারে। চারিদিকে ডিজিটাল আর ডিজিটালের ছোঁয়া। পাল্টে গেছে চারিদিকের দৃশ্যপঠ। এ ধারা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে আরও দক্ষ হতে হবে। একই সাথে তিনি স্কলারসটেক, বর্ণ আইটি ও জেএসআর আইটির বর্ষপূতিতে কোম্পানির সাফল্য কামনা করেন।

এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু,স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু, সত্যপাঠের নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবৃদ্দিন আলম, দৈনিক সমাজের কাগজের সম্পাদক সোহরাব হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, নারী উদ্যোক্তা রং-এর সিইও তনুজা মায়া।আরও বক্তৃতা করেন অংশ ইন্টারন্যাশনালের সিইও মহিদুল ইসলাম, টেকনোসফট বাংলাদেশের সিইও ইঞ্জিঃ শাহাজালাল প্রমুখ।

আলোচনা শেষে কেক কর্তন, কর্মীদের মাঝে সনদপত্র ও ক্রেস বিতরণ করা। স্বাগত বক্তৃতা করেন জেএসআর আইটির সিইও সাইফুল ইসলাম সজল। সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সম্পাদক ও স্কলারসটেকের সিইও আহসান কবীর। সঞ্চালনায় ছিলেন বর্ণ আইটির সিইও উজ্জ্বল বিশ্বাস। এ সময় প্রায় ত্রিশটি কোম্পানির সিইওরা এ আয়োজনে অংশ নেন।