কেশবপুরে বৃক্ষ রোপণ অভিযান উপলক্ষে চারা বিতরণ

বৃক্ষ রোপণ অভিযান উপলক্ষে যশোরের কেশবপুরে উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রে উদ্যোগে সোমবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১২ হাজার বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ ও টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় এ চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বন বিভাগের রেঞ্জ অফিসার হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রের অফিসার আব্দুল মোনায়েম, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওজিয়ার রহমান, দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুর রহমান, সাংবাদিক শামসুর রহমান, শাহীনুর রহমান প্রমুখ।

উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্রের অফিসার আব্দুল মোনায়েম জানান, জলবায়ু পরিবর্তনের জন্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ২০টি করে মোট ৫ হাজার ও টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় জনসাধারণের মাঝে ১০টি করে মোট সাড়ে ৭ হাজার বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।