তাজীম পারভেজ (১০) বাঁচতে চায়। লেখাপড়া শিখে বড় হওয়ার স্বপ্নটা ফিকে হয়ে গেছে তার। দুটি কিডনি মধ্যে ১টি অকেজো হওয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে এখন। দরিদ্র মায়ের একমাত্র ছেলে তাজীমের চোখে চরম হতাশা। বাবা নেই তাই মা চেয়ে আছেন বিত্তবানদের দিকে।
যশোরে ঝিকরগাছা উপজেলার মোবারকপুর এলাকার সাইদুর ও রাহেলা খাতুনের একমাত্র সন্তান তাজীম পারভেজ এবং ঝিকরগাছা পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন ছাড়া তাজীমকে বাঁচানোর অন্য কোন উপায় নেই। তার চিকিৎসার জন্য ৬-৭ লক্ষ টাকা প্রয়োজন। যা অত্যন্ত ব্যয়বহুল। সমাজের দানবান ব্যাক্তিদের সহযোগিতা-সহমর্মিতা ও ভালবাসা পেলে আবারও সুস্থ-স্বাভাবিক জীবন ফিরে পাবে তাজীম পারভেজ।
তাজীমের গরীব মা রাহেলা জানান, ছেলেকে বাঁচাতে এখন দরকার প্রচুর অর্থের। একার পক্ষে এ চিকিৎসা ব্যয় বহন করা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই একমাত্র ছেলের চিকিৎসার জন্য দেশের বিত্তবান, হৃদয়বান ব্যক্তিবর্গসহ সকলস্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা- রাহেলা খাতুন, ঝিকরগাছা ইসলামি ব্যাংক শাখার হিসাব নং-১৯৪২৩ এবং বিকাশ নাম্বার ০১৭০৯২৫৩৫৭৩।