গত রোববার থেকে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে একযোগে অবস্থান ধর্মঘাট শুরু করেছে দেশের ৩ শত ২৭ টি পৌরসভার ৩২ হাজার ৫ শত কর্মচারী। ফলে সারা দেশের ন্যায় বিপদে পড়েছে ঝিকরগাছা পৌরবাসী।
পৌর কর্মচারীরা সকলে ঢাকায় অবস্থান ধর্মঘাটে থাকার ফলে নাগরিক সেবা, ট্রেড লাইসেন্স, বিভিন্ন প্রত্যয়ন পত্র, পরিস্কার পরিচ্ছন্ন, পানি লাইন, বিদ্যুৎ বিলসহ সকল সেবা বন্ধ রয়েছে। ফলে তীব্র বিপদে পড়েছে পৌরসভায় সেবা নিতে আসা মানুষেরা।
ঝিকরগাছা পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারন সম্পাদক কামরুজ্জামান টিটো জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে সারাদেশের সকল পৌর কর্মচারীরা ঢাকায় অবস্থান ধর্মঘট পালন করছে। যার ফলে পৌরসভায় সকল সেবা বন্ধ থাকবে। সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ও পেনশন চালুর দাবি মেনে নিলে তারা অবস্থান কর্মসূচি স্থাগিত করে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে আসবেন বলেও জানান তিনি।