যশোর থেকে কচ্ছপ উদ্ধার

jessore map

যশোরে পাচারকালে ৩৭০টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে শহরতলীর চাঁচড়া চেকপোস্টে যাত্রীবাহি একটি বাসে তল্লাশি চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। তবে কচ্ছপ পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

চাঁচড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর হুমায়ুন কবীর জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া চেকাপোস্টে একটি যাত্রীবাহি তল্লাশি চালানো হয়। সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে দুই বস্তা জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। বাসের ল্যাগেজ বক্সে বস্তা দুটি পাওয়া যায়। বস্তায় ছোট বড় ৩৭০টি কচ্ছপ ছিলো। কিন্তু কচ্ছপের দাবিদার কাউকে এ সময় পাওয়া যায়নি। ফলে পাচারের সাথে জড়িত কাউকে তারা আটক করতে পারেননি। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি জিডি করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত কচ্ছপগুলো মঙ্গলবার সকালে বন অধিদফতর খুলনার ক্রাইম কন্ট্রোল ইউনিটের কাছে তারা হস্তান্তর করেছেন।