যশোরে গৃহবধূকে পিটিয়ে জখম

jessore map

যশোরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় শাহানাজ বেগম (২৭) নামে এক গৃহবধূ জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শার্শা উপজেলার বেনাপোল ভোবেরবেড় গ্রামের শাহাজামালের স্ত্রী।

আাহত শাহানাজ জানিয়েছেন, তাদের সাথে বাড়ির পাশের জমি নিয়ে দীর্ঘদিন প্রতিবেশি আব্দুল ওহাব আলীদের দিরোধ চলে আসছিলো। মঙ্গলবার রাতে আব্দুল ওহাবের নেতৃত্বে ফাইমা, তুহিন, তৌহিদ, শাহীন, নাসিরসহ ১০-১২ জন তাদের বাড়িতে হামলাকরে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।