জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে যশোরে সংবাদ সম্মেলন

‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যশোরে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য দপ্তর বুধবার সকালে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে মাছ চাষে যশোরের সাফল্য, সম্ভাবনা এবং সমস্যা সমুহ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোর জেলায় মাছের চাহিদা ৬০ হাজার ৫৬১ মেট্রিক টন। তার বিপরীতে মৎস্য উৎপাদন হয় ২ লাখ ৩৮ হাজার ৫৮৮ মেট্রিক টন মাছ। উৎপাদনে যা দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা। এছাড়াও প্রতিবছর ১ লাখ ৭৮ হাজার ২৭ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান। উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার, উপ প্রকল্প কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা মৎস্য অফিসের সহকারি পরিচালক আশিকুর রহমান প্রমুখ।