শিশুর মিথ্যা কথা বলা : কীভাবে সামলাবেন?

প্রায় বেশির ভাগ শিশু বিশেষ ক্ষেত্রে মিথ্যা কথা বলে। তাই এ বিষয়ে তার সঙ্গে কথা না বললে, এটি তার অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে। আপনি আপনার শিশুকে প্রায়ই মিথ্যা কথা বলতে শুনলে, অভ্যাসটি খুব বাড়ার আগে একে বন্ধ করার চেষ্টা করুন।

শিশুর মিথ্যা কথা বলার অভ্যাস কমানোর কিছু কৌশল জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। আসুন জানি সেগুলো।

১. শিশু মিথ্যা কথা বললে তাকে মারধর বা বকাঝকা করতে শুরু করবেন না। তার মিথ্যা বলার কারণটি খুঁজে বের করুন এবং সে কী চাচ্ছে সেটি বোঝার চেষ্টা করুন। পাশাপাশি বিষয়টি নিয়ে তার সঙ্গে খোলামেলা কথা বলুন।

২. মিথ্যা কথা বলা কতটা ক্ষতিকর বিষয়টি তাকে যুক্তি দিয়ে বোঝান এবং কেন এ ধরনের কথা বলা ঠিক নয়, সেটি বোঝানোর চেষ্টা করুন। তাকে সঠিক ও ভুলের পার্থক্য শেখান।

৩. আপনি তাকে মারবেন না বা বকবেন না, এমন আশ্বাস দিন। এতে সে ভয় না পেয়ে আপনাকে সত্যটি বলবে।