শৈলকুপায় প্রথম শ্রেনীর স্কুলছাত্রী ধর্ষিত, থানায় মামলা

rap

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে শৈলকুপা থানায় মামলা দায়ের করেছে নির্যাতিতার পিতা।

শিশুটির পিতা জানান, বৃহস্পতিবার দুপুরে তার মেয়েকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে গ্রামের মাঠে নিয়ে নির্যাতন চালায় ওই গ্রামের বিললাল জোয়ার্দ্দারের ছেলে বিপ্লব(১৬) নামের এক যুবক। পরে মেয়েটিকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে তারা। এক পর্যায়ে তাকে গ্রামের মাঠে পাওয়া যায়। মেয়েটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, গত ১৫ দিন আগে বিপ্লব ও একই গ্রামের জাহিদুল জোয়ার্দ্দারের ছেলে সবুজ তাকে নির্যাতন করে। কয়েকদিন ধরে মেয়েটির রক্তক্ষরণ হলে গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসাও করিয়েছেন তিনি।

শিশুটির মা জানান, আমরা গরিব মানুষ। টাকা না থাকার কারণে আমরা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারিনি। পরে বৃহস্পতিবার ওই ঘটনা আবার ঘটলে আমরা বুঝতে পারি। মেয়েটিকে চাকু দিয়ে হত্যার ভয় দেখানোর কারণে সে কিছু বলেনি। আমরা এর দৃষ্টান্তমুলক শাস্তি চাই।

এ ব্যাপারে ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মেয়েটির পিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।