যশোরে শহরের আরবপুর এলাকায় বিদ্যুৎস্পৃৃষ্টে আমিনুর রহমান মধু বিশ্বাস (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। নিহত আমিনুর রহমান মধু বিশ্বাস শহরের ওই এলাকার গোলেজান সিটির মৃত. আনসার বিশ্বাসের ছেলে।
নিহতের ছেলে আরিফ হোসেন জানান, আরবপুর সরর্দার পাড়ার আমিনুরের বাড়িতে পুরানো একটি ভবনে আজ সোমবার সকাল থেকে কাজ করছিলেন আমিনুর রহমান মধু বিশ্বাস। দুপুর ১২ টার দিকে পাম্পের সুইচ দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃৃষ্টে হয়ে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। দুপুর সাড়ে ১২ টায় যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার অমিয় কুমার দাশ তাকে মৃত ঘোষণা করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কোতয়ালী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক ( এস আই) জিয়াউর রহমান মৃৃত্যুর সত্যতা নিশ্চিত করেন৷