জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা

যশোরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে কালেক্টরেট চত্ত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।