সফলতা অর্জন করতে হলে টিম ওয়ার্কের কোন বিকল্প নেই : অতিরিক্ত সচিব বাবলু সাহা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) বাবলু কুমার সাহা বলেছেন, সফলতা অর্জন করতে হলে টিম ওয়ার্কের কোন বিকল্প নেই। হাসপাতালের সেবার মান ভাল তবে আরও বৃদ্ধি করতে হবে। হাসপাতালের উন্নয়নের জন্য টাকার কোন অভাব নেই। এজন্য অবকাঠামো উন্নয়ন, জনবল বৃদ্ধি ও প্রয়োজনে পুরাতন ভবন ভেঙ্গে সেখানে অচিরেই নতুন ভবন স্থাপন করা হবে।

বুধবার বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে উন্নয়ন মূলক আলোচনা সভায় তিনি একথা বলেন। আলোচনা সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল কালম আজাদ লিটু, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গিয়াস উদ্দিন, পিডাব্লিউডির নির্বাহী প্রকৌশলী ফ্রান্সিস আশিশ ডি কস্তা, ঢাকা গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহাফুজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. হারুনর রশিদ, ডা. আব্দুর রউফ, ডা. আকতারুজ্জামান, ডা. রবিউল ইসলাম, ডা. এবিএম সাইফুল ইসলাম, ডা. মাহবুবুর রহামান, সহকারি প্রকৌশলী তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সচিব হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন ও রোগীদের সাথে কথা বলে তাদের খোজ খবর নেন।

তিনি বলেন, সেবার মান উন্নয়নের কোনো শেষ নেই। যশোর জেনারেল হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা, রোগীদের সেবার মানসহ বিভিন্ন বিষয় আমি খুশি। তবে অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। এ সমস্যা আগামীতে কীভাবে লাঘব করা যায়- সে বিষয়ে কাজ করার চেষ্টা করব।

তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহার কাছে হাসপাতালের সমস্যার কথা তুলে ধরেন। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট বিল্ডিংয়ের ওপর তৃতীয়তলায় আইসিইউ করা, নতুন বিল্ডিং ও জনবল বৃদ্ধির দাবি জানানো হলে সচিব অচিরেই এগুলো সমাধানের আশ্বাস দেন।