যশোরের আহাদ জুট মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে স্ট্যান্ড ফ্যান চালাতে গিয়ে এই দূর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোসলেম গাজীর ছেলে কবির গাজি (৩০) ও নালিয়া গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে মতিয়ার রহমান (৪৩)। নিহতরা জুট মিলের ঢালাই শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের সহকর্মীরা জানান, বৃহস্পতিবার সকালে তারা কাজ করার সময় একটি স্ট্যান্ড ফ্যান চালু করতে যায়। একজন প্লাগ লাগাতে যায় ও অপরজন ফ্যানের বডি থেকে সুইচ অন করতে যায়। এসময় ফ্যানটির বডিতে বিদ্যুাতায়িত হয়ে দুইজনই মারা যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অমিয় কুমার দাস তাদের মৃত ঘোষণা করেন।