নড়াইলে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ‌১

পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নড়াইলে নাজমুল হোসেন বাবু (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নড়াইল কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত বাবু নড়াইল শহরের মহিষখোলা এলাকার মোহর আলী সরদারের ছেলে।

শুক্রবার দুপুরে নড়াইল নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

সংবাদ সম্মেলনে এসপি জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দিচ্ছে যে ‘পদ্মাসেতু নির্মাণে এক লাখ বা তার অধিক মানুষের মাথা লাগবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ৪২টি দল বের হয়েছে মাথা সংগ্রহ করতে। গ্যাস স্প্রে করে অজ্ঞান হওয়ার পর মাথা মাথা কেটে নেওয়া হচ্ছে। খুলনায় অনেক মাথা কেটে নেওয়া হয়েছে। তাই সাবধান থাকবেন। ভিক্ষুক বা অপরিচিত কেউ এলে দরজা খুলবেন না।’ এসব গুজব প্রচারের কারণে তাকে গ্রেফতার করা হয়।

এসপি বলেন, ‘গুজব ছড়ানোর ঘটনায় বাবুসহ আরও ৪০ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’